Cyclone Biparjoy: ঝড়ে লন্ডভন্ড কচ্ছ, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার প্রমাণ…Watch Video

ঘূর্ণিঝড় বিপর্যয়-এর দাপট দেখা মিলছে সর্বত্র। সকালের আলো ফুটতেই তার প্রমান মিলছে। সর্বত্র দেখা যাচ্ছে বিধ্বস্তের ছবি। কোথাও গাছ উপড়ে পড়েছে, তো কোথাও টিনের ছাউনি উড়ে গেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kacch uprooted tree

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার মাঝরাতে আছড়ে পড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। আর তারপর থেকেই বিভিন্ন জায়গায় প্রমাণ মিলছে ঝড়ের দাপটের। কোথাও গাছ উপড়ে তো কোথাও বিদ্যুত-এর খুঁটি উপড়ে গেছে।

বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যেই রাস্তায় নেমে কাজ শুরু করেছে। ঘূর্ণিঝড়ের দাপট রয়েছে আজকেও। আজ সকালেও বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে। কার্যত বিপর্যয়-এর প্রভাবে বিপর্যস্ত গুজরাট, মুম্বাই, দেবভূমি দ্বারকা, কচ্ছ।

কচ্ছ-এর সেই ভিডিও এখন ভাইরাল। দেখা যাচ্ছে একেবারে মাটি থেকে উপড়ে পড়েছে বিশাল গাছ। এমন ছবি প্রায় সর্বত্রই। আর এতেই বোঝা যাচ্ছে ঝড়ের দাপট ঠিক কতোটা ছিল।