নিজস্ব সংবাদদাতা: ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মণিপুরে নতুন করে ছড়িয়েছে অশান্তি। রীতিমত অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে। এই অশান্তির আবহে ৩ জেলায় জারি হয়েছে কার্টু। ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব এবং থৌবল জেলায় মঙ্গলবার সকাল থেকে সর্বাত্মক কারফিউ ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, স্বাস্থ্য বিদ্যুৎ সহ জরুরি পরিষেবা কার্ফুর আওতায় বাইরে রয়েছে। বিগত কয়েকদিনে রাজ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এই অশান্তির আবহে বিভিন্ন স্কুল-কলেজের পড়ুয়ারা বিক্ষোভ দেখিয়েছেন। অবিলম্বে শান্তি ফিরিয়ে আনার পাশাপাশি যারা ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে দাবি তোলা হয়েছে।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার অভিযোগে ডিজিপি এবং নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণের দাবিও উঠেছে। মণিপুরের অশান্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। অশান্তির কারণে স্কুল বন্ধের নোটিশ সোম ও মঙ্গলবার জারি ছিল। সেটাই আরও বাড়ছে বলে খবর মিলছে। আগামী বুধবারও স্কুল ছুটি থাকবে কার্ফু জারি হওয়া জায়গায়। ছুটি আরও বাড়তে পারে বলে খবর।