নিজস্ব সংবাদদাতাঃ শনিবারের প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচনের জন্য ভোটকেন্দ্র বন্ধ থাকায় মধ্য আফ্রিকার গ্যাবন রাজ্যে রাতারাতি কারফিউ জারি এবং ইন্টারনেট সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে গ্যাবন সরকার।
দেশটির যোগাযোগমন্ত্রী রদ্রিগ এমবুম্বা বিসাউ বলেছেন, 'সহিংসতা ছড়িয়ে পড়া ঠেকাতে রবিবার (২৭ আগস্ট) অর্থাৎ আজ সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হবে। এবং মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে।'