প্রায় ৭ ঘন্টা পার, এখনও জ্বলছে তেলের গুদাম

ভোর সাড়ে ৫টা নাগাদ প্রথম আগুন লাগে। তেলের গুদাম হওয়ায় আগুন দ্রুত হারে ছড়িয়ে পড়ে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Screenshot 2023-10-14 131133.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ৭ ঘন্টা পার। এখনও দাউদাউ করে জ্বলছে হাওড়ার সাঁকরাইলের ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভোজ্য তেলের গুদাম। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকলের ১৩টি ইঞ্জিন।

এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ প্রথম আগুন লাগে। তেলের গুদাম হওয়ায় আগুন দ্রুত হারে ছড়িয়ে পড়ে। ভয়ের কারণ হয়ে ওঠে আরও একটি বিষয়। কেননা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হওয়ায় আশেপাশে রয়েছে আরও দাহ্য বস্তু সংক্রান্ত কারখানা। সেখানে আগুন ছড়িয়ে গেলে বিপদ আরও বাড়বে। আশেপাশে লোকালয়ও রয়েছে, ফলে সেখানটাও আগুনের গ্রাসে চলে এলে গোটা এলাকা জতু গৃহে পরিণত হবে। এই সব ভেবে এবার ফোম ব্যবহার করতে চলেছে দমকল, এমনটাই জানা যাচ্ছে। প্রায় ৫ হাজার বর্গফুট এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। আগুনের মূল উৎসস্থলে এখনও পৌঁছতে পারেনি দমকল বাহিনী।

hiren