নিজস্ব সংবাদদাতা: রবিবার দুপুর থেকে শিলাবৃষ্টি শুরু হয়েছে মণিপুরে। বেলা যত বাড়তে থাকে মণিপুরের আবহাওয়া ততই খারাপ হতে থাকে। ঝোড়ো হাওয়ার সঙ্গে মণিপুরে সারারাত ধরে শিলাবৃষ্টি তার তান্ডব চালায়। স্থানীয় সূত্রে খবর, এই প্রবল ঝড়ের জন্য কেউ আগে থেকে প্রস্তুত ছিলেন না। যার ফলে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়েছে।
/anm-bengali/media/post_attachments/bc6351c5c967474d5ee0e402000b6f4615af265ed26ee455453529dde4b49726.jpeg?VersionId=ON8mHfdv0Tr30XxARDkD8X_viQBoGkcq)
শিলার আঘাতে আম, কাঁঠালের মতো প্রচুর মরসুমি ফল নষ্ট হয়েছে। এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইম্ফল জেলার পশ্চিম জেলার কাঞ্চিপুর এবং তেরা এলাকায়। ঝড়ের প্রাবল্য এতটাই ছিল যে টিনের চালের বাড়িগুলির চাল ফুটো করে তার ভিতরে ঢুকেছে বড় বড় বরফের টুকরো। এই ঝড়ে উড়ে গেছে বহু কুঁড়েঘরের চাল।
/anm-bengali/media/post_attachments/44c2c05672595bdd33f37aad7c501fda28355425c55024aca8d263c2c621b144.PNG)
সূত্রের খবর, এই প্রবল দুর্যোগের পর মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন। প্রশাসনের তরফে মণিপুরের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা চলছে।
/anm-bengali/media/post_attachments/99ea82dcd8c9c39279fb6eb2939d8d14a7eb377e12b4de8e9dccfbdba6244c7e.webp)