এলাকায় বিশাল বড়ো কুমির, থর থর করে কাঁপছে এলাকার মানুষ

বনদপ্তরের আধিকারিকরা বলেন এটি কুমির নয় এটি একটি মেছো ঘরিয়াল যা দেখতে কুমিরের মতো । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ঐ এলাকায়

author-image
Ananda Das
New Update
WhatsApp Image 2023-09-02 at 16.15.47.jpeg

নিজস্ব সংবাদদাতা:  শনিবার সকাল সাড়ে ছটা নাগাদ  এক ব্যাক্তি  ডিঙ্গি নিয়ে ভাগীরথীতে মাছ ধরতে নামেন ।  তিনি ডিঙ্গি নিয়ে কিছুটা এগিয়ে যাওয়ার পর তার চোখে পড়ে একটি কুমির। প্রথমে ঐ ব্যক্তি ভেবেছিলেন গাছের পাতা তারপর কিছুটা কাছে গিয়ে দেখে একটি কুমির । তাড়াতাড়ি করে ঐ ব্যাক্তি ডিঙি নিয়ে পালিয়ে আসে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার ভাগীরথী নদীতে । এর পর এই ঘটনার খবর পেয়ে এলাকার লোকজন ছুটে আসে ঐ কুমির দেখতে । তার পর পুলিশ ও বনদপ্তরের আধিকারিকদের খবর দেওয়া হয়। বনদপ্তরের আধিকারিকরা বলেন এটি কুমির নয় এটি একটি মেছো ঘরিয়াল যা দেখতে কুমিরের মতো । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ঐ এলাকায়।