যাদবপুর কাণ্ড: এবার হবে পুনর্নির্মাণ, মিলবে কি সঠিক তথ্য?

আজই ছাত্রমৃত্যুর ঘটনার পুনর্নির্মাণ করতে চলেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এক অভিযুক্ত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
jucampus

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: যাদবপুর কাণ্ডের ইতিমধ্যেই পেরিয়েছে একটি সপ্তাহ। ৯ অভিযুক্তকে গ্রেফতার করা ছাড়া এখনও সেই ভাবে বিরাট কিছু হাতে লাগেনি তদন্তকারীদের। কিন্তু ঘটনার যত দিন গড়াচ্ছে ততোই যেন ঘনীভূত হচ্ছে ছাত্রমৃত্যু রহস্য। তাই এবার প্রয়োজন ঘটনার রিকনস্ট্রাকশন।

যা জানা যাচ্ছে, আজই ছাত্রমৃত্যুর ঘটনার পুনর্নির্মাণ করতে চলেছে পুলিশ। ইতিমধ্যেই যাদবপুরের প্রাক্তন ছাত্র তথা অভিযুক্ত সপ্তক কামিল্যাকে যাদবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। উপস্থিত রয়েছেন ডিসি এসএসডি বিদিশা কালিতা দাশগুপ্তা। থানা থেকে একহাত দূরেই যাদবপুরের হস্টেল। সেখানে নিয়ে গিয়েই তাঁকে দিয়ে ঘটনার পুনর্নির্মাণ হবে। যা জানা যাচ্ছে, ৯ জনকে একসাথে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ হবে না। একে একে নিয়ে যাওয়া হবে ঘটনাস্থলে।

আজ সপ্তক কামিল্যা ছাড়া আরও দুজনকে দিয়ে পুনর্নির্মাণ করা হবে। সেদিন ঘটনার আগে ঠিক কি ঘটেছিল? কোথায় প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল? কেন বিবস্ত্র করা হয়েছিল? কারা সেই সময় ছিল? কীভাবে সে তিনতলা থেকে নীচে পড়ল? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজ থেকে করা হচ্ছে ঘটনার পুনর্নির্মাণ।