নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে রবিবার এক সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও কয়েকজন আহত হয়েছে বলে প্রাদেশিক সরকার জানিয়েছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
হেলমান্দের প্রাদেশিক সরকারের তথ্য বিভাগের প্রধান শের মোহাম্মদ ওয়াহদাত জানান, কান্দাহার-হেরাত মহাসড়কে একটি মোটরসাইকেল, একটি জ্বালানি ট্রাক ও একটি বাসের মধ্যে সংঘর্ষ হয়।
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)