নিজস্ব সংবাদদাতাঃ রবিবারের ঘটনার পর থেকেই সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। অভিযোগ দায়ের হয়েছে থানায়। তবে সিপিএম নেতা বারবার বলেছেন, তিনি ইয়ার্কি করেন। এবং তাঁর চেনা পরিচিত সকল সাংবাদিকদের সঙ্গেই তিনি হাসিঠাট্টা করে থাকেন। তবে কোলে বসে পড়ার ঘটনা অস্বীকার করেছেন তিনি। তবে সোমবার কার্যত নিস্তেজ দেখাল এই বাম নেতাকে। উত্তর দিলেন অনেকটা সাবধানীভাবে। এমনকী নিগৃহীতা সাংবাদিককে প্রথমে ‘মেয়েটি’ বলে সম্বোধন করেও পরে ক্ষমা চেয়ে বলেন ‘ভদ্র মহিলা'।
এদিন তন্ময়বাবু বলেন, “কমপক্ষে পনেরো বার উনি আমার বাড়িতে এসেছেন। আমার স্ত্রী ঘরে আছেন,বড় বৌদি ঘরে আছে আমার পরিবারের প্রতিটি সদস্য তাঁকে চেনেন।” একই সঙ্গে সংযোজন করে বলেন, ” আমাদের বাড়িতে চা বেশি খাওয়া হয়। যে সাংবাদিকই বাড়িতে এসেছেন বিশেষ করে যাকে তুই করে বলি, এই ভদ্রমহিলাকে তুই করেই বলতাম এরপর আপনি করে বলব। যে যখন এসেছে তাঁকেই জিজ্ঞাসা করেছি চা খাবে কিনা।”
মহিলা সাংবাদিককে নিয়ে নতুন করে কী বললেন সিপিএম নেতা তন্ময়?
মহিলা সাংবাদিককে নিয়ে বড় মন্তব্য করলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য।
Follow Us
নিজস্ব সংবাদদাতাঃ রবিবারের ঘটনার পর থেকেই সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। অভিযোগ দায়ের হয়েছে থানায়। তবে সিপিএম নেতা বারবার বলেছেন, তিনি ইয়ার্কি করেন। এবং তাঁর চেনা পরিচিত সকল সাংবাদিকদের সঙ্গেই তিনি হাসিঠাট্টা করে থাকেন। তবে কোলে বসে পড়ার ঘটনা অস্বীকার করেছেন তিনি। তবে সোমবার কার্যত নিস্তেজ দেখাল এই বাম নেতাকে। উত্তর দিলেন অনেকটা সাবধানীভাবে। এমনকী নিগৃহীতা সাংবাদিককে প্রথমে ‘মেয়েটি’ বলে সম্বোধন করেও পরে ক্ষমা চেয়ে বলেন ‘ভদ্র মহিলা'।
এদিন তন্ময়বাবু বলেন, “কমপক্ষে পনেরো বার উনি আমার বাড়িতে এসেছেন। আমার স্ত্রী ঘরে আছেন,বড় বৌদি ঘরে আছে আমার পরিবারের প্রতিটি সদস্য তাঁকে চেনেন।” একই সঙ্গে সংযোজন করে বলেন, ” আমাদের বাড়িতে চা বেশি খাওয়া হয়। যে সাংবাদিকই বাড়িতে এসেছেন বিশেষ করে যাকে তুই করে বলি, এই ভদ্রমহিলাকে তুই করেই বলতাম এরপর আপনি করে বলব। যে যখন এসেছে তাঁকেই জিজ্ঞাসা করেছি চা খাবে কিনা।”