নিউজ ডেস্ক, পশ্চিম মেদিনীপুর: সম্প্রতি শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। গোটা রাজ্যজুড়ে উড়েছে সবুজ আবির। আর এরপর ফের দল বদলের রীতি। বাইরন বিশ্বাসের মতো ফের এক প্রার্থী সিপিএমের হয়ে জয় পেয়ে যোগ দিলেন তৃণমূলে।
এমনই ঘটনা ঘটেছে খড়গপুরের বড়কলা এলাকায়। মূলত পশ্চিম মেদিনীপুরের বড়কলা গ্রাম পঞ্চায়েতে ফলাফল ঘোষণার পর একটি মাত্র গ্রাম পঞ্চায়েতে প্রার্থী কম থাকায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। নির্দলের প্রার্থীরা বিজেপির সঙ্গ দিয়ে যে কোন মুহূর্তে গ্রাম পঞ্চায়েতের একচ্ছত্র আধিপত্য নিতে পারে এমন আশঙ্কাও তৈরি হচ্ছিল।
সেই আশঙ্কাকে উড়িয়ে এবার সিপিআইএমের গ্রাম পঞ্চায়েতের জয়ী প্রার্থী আফরোজা বেগম মেদিনীপুরে এসে তৃণমূলে যোগদান করলেন। তার হাতে পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। এরই সঙ্গে প্রায় দেড়শো সিপিআইএম কর্মী সমর্থক যোগদান করে শাসক দলে।
এদিন শাসক দলে যোগ দিয়ে সিপিআইএম জয়ী প্রার্থী আফরোজা বেগম বলেন, ‘সিপিএমের হয়ে আমি এলাকায় উন্নয়ন করতে পারতাম না। উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগদান করলাম দেড়শো অনুগামীদের সঙ্গে নিয়ে”।
অন্যদিকে, সিপিএমের দাবি, ভয় দেখিয়ে তাঁকে দলে যোগদান করিয়েছে তৃণমূল।