নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের '১০ লক্ষ চাকরি'-র মন্তব্য সম্পর্কে, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, "মুখ্যমন্ত্রী এত অসত্য বলেন যে এসবের উত্তর দেওয়া প্রায় সম্ভব নয়। উনি এখন বলছেন ১০ লক্ষ চাকরি বাংলায় রেডি আছে, আর সেটা নাকি পিটিশন করে আটকে দেওয়া হয়েছে।
কে পিটিশন করে আটকেছে? কোথায় পিটিশন করেছে? ১০ লক্ষ চাকরি রেডি আছে নাকি ১০ লক্ষ টাকা দিলে চাকরির কথা উনি ভাবছেন। ধরা পড়ে যাচ্ছেন তো? তিনি বেঠিক কথা বলছেন। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। উনি বলেছিলেন বছরে ১০ লক্ষ চাকরি, সেই কথা আর তিনি বলছেন না। সরকারের শূন্যপদ এখন ৬.৫ লক্ষ।
তার নিয়োগে কে বাধা দিয়েছে? কেউ বাধা দেয়নি। বাধা দিচ্ছে দুর্নীতি। উনি যদি মনে করেন যে চাকরি মানে দুর্নীতি তবে সেটা আলাদা কথা। চাকরি মানে যদি স্বচ্ছতা হয়, সেই স্বচ্ছতাতে ওনার কোনও আগ্রহ নেই বলেই উনি এসব কথা বলছেন।"
১০ লক্ষ নয় ১০ লক্ষ টাকায় চাকরি, ধরা পড়ে গেলেন মুখ্যমন্ত্রী!
এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের '১০ লক্ষ চাকরি'-র মন্তব্য সম্পর্কে বক্তব্য রাখলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের '১০ লক্ষ চাকরি'-র মন্তব্য সম্পর্কে, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, "মুখ্যমন্ত্রী এত অসত্য বলেন যে এসবের উত্তর দেওয়া প্রায় সম্ভব নয়। উনি এখন বলছেন ১০ লক্ষ চাকরি বাংলায় রেডি আছে, আর সেটা নাকি পিটিশন করে আটকে দেওয়া হয়েছে।
কে পিটিশন করে আটকেছে? কোথায় পিটিশন করেছে? ১০ লক্ষ চাকরি রেডি আছে নাকি ১০ লক্ষ টাকা দিলে চাকরির কথা উনি ভাবছেন। ধরা পড়ে যাচ্ছেন তো? তিনি বেঠিক কথা বলছেন। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। উনি বলেছিলেন বছরে ১০ লক্ষ চাকরি, সেই কথা আর তিনি বলছেন না। সরকারের শূন্যপদ এখন ৬.৫ লক্ষ।
তার নিয়োগে কে বাধা দিয়েছে? কেউ বাধা দেয়নি। বাধা দিচ্ছে দুর্নীতি। উনি যদি মনে করেন যে চাকরি মানে দুর্নীতি তবে সেটা আলাদা কথা। চাকরি মানে যদি স্বচ্ছতা হয়, সেই স্বচ্ছতাতে ওনার কোনও আগ্রহ নেই বলেই উনি এসব কথা বলছেন।"