নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের '১০ লক্ষ চাকরি'-র মন্তব্য সম্পর্কে, সিপিআইএম নেত্রী দীপ্সিতা ধর বলেছেন, "এটা সর্বত মিথ্যে কথা, উনি নিজেও সেটা জানেন। এখনও পর্যন্ত যা যা নিয়োগ রাজ্য সরকার করতে চেয়েছে, তারা কোর্টে গিয়ে ধাক্কা খেয়েছে।
এই কারণে নয় যে সিপিআইএম বা বিজেপি পিটিশন করেছে, বরং এই কারণে যে তার নেতা-মন্ত্রীরা কোটি কোটি টাকার দুর্নীতি করেছে।
সিপিআইএম-এর দিকে আঙ্গুল না তুলে, মুখ্যমন্ত্রীর নেতাদের বলুন কম দুর্নীতি করতে, কম চুরি করতে, তবেই ছেলে-মেয়েরা চাকরি পাবে।"
সর্বত মিথ্যে কথা, তৃণমূল নেতারা কম চুরি করলেই চাকরি হবে
এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের '১০ লক্ষ চাকরি"-র মন্তব্য সম্পর্কে বক্তব্য রাখলেন সিপিআইএম নেত্রী দীপ্সিতা ধর।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের '১০ লক্ষ চাকরি'-র মন্তব্য সম্পর্কে, সিপিআইএম নেত্রী দীপ্সিতা ধর বলেছেন, "এটা সর্বত মিথ্যে কথা, উনি নিজেও সেটা জানেন। এখনও পর্যন্ত যা যা নিয়োগ রাজ্য সরকার করতে চেয়েছে, তারা কোর্টে গিয়ে ধাক্কা খেয়েছে।
এই কারণে নয় যে সিপিআইএম বা বিজেপি পিটিশন করেছে, বরং এই কারণে যে তার নেতা-মন্ত্রীরা কোটি কোটি টাকার দুর্নীতি করেছে।
সিপিআইএম-এর দিকে আঙ্গুল না তুলে, মুখ্যমন্ত্রীর নেতাদের বলুন কম দুর্নীতি করতে, কম চুরি করতে, তবেই ছেলে-মেয়েরা চাকরি পাবে।"