ভোরের আলোতে প্রচার লাল ব্রিগেডের

বৃষ্টি মাথায় নিয়ে সকাল সকাল ভোট প্রচার করলেন বাম কর্মীরা। সিপিএমের কলকাতা জেলা কমিটির উদ্যোগে ভোর সাড়ে ৪টে নাগাদ ৭টি স্টেশন থেকে প্রচার সারেন বাম কর্মীরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2023-06-26 at 11.04.48

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্য গ্রাম বাংলার ভোটাররা। আর তার জন্যে পৌঁছতে হবে তাদের কাছে। এমনই এক নীতি নিয়ে ভোরের আলোয় প্রচার সারল লাল ব্রিগেড।

বৃষ্টি মাথায় নিয়ে সকাল সকাল ভোট প্রচার করলেন বাম কর্মীরা। সিপিএমের কলকাতা জেলা কমিটির উদ্যোগে ভোর সাড়ে ৪টে নাগাদ ৭টি স্টেশন থেকে প্রচার সারেন বাম কর্মীরা। শিয়ালদাহ, বিধাননগর, বালিগঞ্জ, টালিগঞ্জ, ঢাকুরিয়া, যাদবপুর ও দমদমে প্রচার সারেন বাম কর্মীরা। মূলত, এই স্টেশন গুলিতে রোজ বহু মানুষ গ্রাম থেকে যাতায়াত করে শহর কলকাতায়। কেউ কাজের সন্ধানে তো কেউ ব্যবসার সন্ধানে। আর তাদের কাছেই এদিন পৌঁছে যাওয়ার লক্ষ্য নেয় বাম দল।