‘কলকাতা পুলিশের ট্রাফিক অনেক উন্নত হয়েছে’: সিপি বিনীত গোয়েল

দুর্ঘটনার প্রায় সাড়ে ৪ ঘন্টা পর ঘটনাস্থলে এলেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। ঘটনাস্থল ঘুরে দেখলেন তিনি। কথা বললেন অফিসারদের সাথে।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
1666498378_vineet.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দুর্ঘটনার প্রায় সাড়ে ৪ ঘন্টা পর ঘটনাস্থলে এলেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। ঘটনাস্থল ঘুরে দেখলেন তিনি। উচ্চপদস্থ পুলিশ অফিসারদের সাথে কথাও বলেন।

এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপি বিনীত কুমার গোয়েল বলেন, “সমস্ত খোঁজখবর নিলাম। এখানের ঘটনাস্থল ঘুরে দেখলাম। এখানে ট্রাফিক পুলিশ থাকেনা তা নয়, কিন্তু আরও যাতে তৎপর হয় তারা সেই বিষয়টা দেখা হচ্ছে”। একই সাথে ‘কলকাতা পুলিশের ট্রাফিক অনেক বেশি উন্নত’ বলে এদিন জানান কলকাতার নগরপাল। তাঁর কথায়, “প্রতি নিয়ত ট্রাফিক নিয়ে আমরা কাজ করছি। ট্রাফিক এখন অনেক উন্নত হয়েছে। রোড সেফটির উপর আমরা জোর দিয়েছি। আর তা কাজেও লাগছে। এটা একটি দুর্ঘটনা, আমরা সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখছি”।

যদিও, এদিন পুলিশের দায়িত্ব নিয়েই প্রশ্ন তোলেন স্থানীয়রা। তা নিয়েই রণক্ষেত্র বাঁধে বেহালায়। শিশু মৃত্যুর কারণ হিসেবে পুলিশকেই কাঠগড়ায় দাঁড় করায় তারা। আর তারপর ঘটনাস্থল পরিদর্শনের সময় এমন কথাই বললেন সিপি।