জি-২০ সামিট: ‘INDIA’ নয়, ‘ভারত’ ধরা দিল

কোনও কিছুকে তোয়াক্কা না করে বদল দেখা যায় ‘Prime Minister of Bharat’ এক্ষেত্রেও। আর এবার বিশ্বের দরবারে তা প্রতিষ্ঠিত হল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Screenshot 2023-09-09 111651.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: শুরুটা হয়েছিল ‘President of Bharat’-দিয়ে। তখনই দেশ জুড়ে উঠেছিল বিতর্কের ঝড়। বলা হয়েছিল ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’ বলা হয়। কেন এই পরিবর্তন? ইন্ডিয়া জোট অবশ্য বলেছিল ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী। তাই সংবিধানকেও বদলাতে চাইছেন। এর পর কোনও কিছুকে তোয়াক্কা না করে বদল দেখা যায় ‘Prime Minister of Bharat’ এক্ষেত্রেও। আর এবার বিশ্বের দরবারে তা প্রতিষ্ঠিত হল।

জি-২০ সম্মেলনে প্রত্যেক দেশের কান্ট্রি বোর্ড নেমে লেখা থাকে তাঁদের দেশের নাম। এই ছবি সাধারণত কোন দেশের প্রতিনিধি তা প্রকাশ করে। এবার সেরকমই বোর্ডে দেখা গেল ‘ভারত’ নামটি। মোদির ডায়াসে যে নেম প্লেট রয়েছে তাতেই জ্বলজ্বল করছে ‘Bharat’ নামটি। আর এখানেই শুরু হল, নতুন জল্পনা। তাহলে কি এবার থেকে বিশ্বের দরবারেও প্রতিষ্ঠিত পাবে ভারত। জি-২০ সম্মেলন যেন এই বিতর্ককে আরও একটু জোরালো করে দিল।