জেলে ভেঙে পালিয়েছিল! অবশেষে NIA-এর হাতে কুখ্যাত খালিস্তানি জঙ্গি
সীমান্ত কি কিছুটা শান্ত হল! ফিরোজপুর থেকে তুলে নেওয়া হল ব্ল্যাকআউট
পাকিস্তান ইস্যুতে ভারতের পাশে দাঁড়াল মিশর! বড় ঘোষণা বিদেশমন্ত্রী
ট্রাম্প নয়, সংঘর্ষ বিরতির জন্য প্রথম ফোন করে কান্নাকাটি করেছিল পাকিস্তান! বিস্ফোরক দাবি ভারতের ডিজিএমও-এর
আর সম্পত্তি কর দিতে হবে না নিরাপত্তা রক্ষীদের! বড় ঘোষণা রাজ্যের
পাকিস্তানে হামার জন্য প্রস্তুত ভারতের নৌবাহিনী! আরব সাগরের কোথায় মোতায়েন করা হয়েছে ভারতীয় যুদ্ধ জাহাজ
নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে! পহেলগাঁওয়ে উত্তাপের মধ্যে পুলওয়ামায় জড়িত থাকার কথা স্বীকার পাক বায়ুসেনার
কাশ্মীর সমস্যা সমাধানের ট্রাম্পের মধ্যস্থতার প্রয়োজন নেই! এবার আমেরিকাকে কড়া বার্তা পাঠালেন মোদী
রাত নামতেই অন্ধকারে ডুবল জয়সলমীর!

ফের নিজাম প্যালেসে কাউন্সিলর দেবরাজ

বুধবার সকাল ১১টা নাগাদ দেবরাজ হাজির হন নিজাম প্যালেসে।

author-image
Adrita
New Update
ফ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের সিবিআইয়ের মুখোমুখি হলেন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ৷ এ দিন সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে আসেন তিনি ৷ সঙ্গে একাধিক নথিপত্র এনেছেন বলে জানা গিয়েছে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার অর্থাৎ ২৫ জানুয়ারি দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পৌরনিগমের ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তলব করেছিল সিবিআই। টানা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের। সেদিন প্রায় সাড়ে সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দেবরাজকে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি নিয়ে আসার কথা বলে হয়েছিল। 

এক্ষেত্রে উল্লেখ্য যে, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গত নভেম্বরে দেবরাজের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এমনকী তাঁর বিধায়িকা স্ত্রী তথা গায়িকা অদিতি মুন্সির গানের স্কুলেও তল্লাশি চালায় তদন্তাকারী আধিকারিকেরা । সিবিআই সূত্রে জানা গিয়েছে, তল্লাশি অভিযানে দেবরাজের কাছ থেকে টেটের কয়েকটি মার্কশিট এবং বদলির আবেদনপত্র পাওয়া গিয়েছিল । সেগুলি বাজেয়াপ্ত করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

স

স্ব

স