কর্ণফ্লাওয়ার দিয়ে করুন মুশকিল আসান!

শুধু রান্নায় নয়, এবার বাড়ির অন্যান্য কাজেও কর্ণফ্লাওয়ার ব্যবহার করুন। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
JYE5

নিজস্ব সংবাদদাতা: চিলি চিকেন হোক বা চিকেন মাঞ্চুরিয়ান, যেকোনও চাইনিজ খাবারের গ্রেভি ঘন করতে কর্ণফ্লাওয়ার ব্যবহার করা হয়। এছাড়া, যেকোনোও পকোড়া জাতীয় খাবার মুচমুচে করে ভাজতে কর্ণফ্লাওয়ারের জুড়ি মেলা ভার। 
কিন্তু, খাবার ছাড়াও বাড়ির কোন কোন কাজে কর্ণফ্লাওয়ার ব্যবহার করা যেতে পারে? 
জুতো পরলে পায়ে দুর্গন্ধ হচ্ছে? জুতোর ভেতর কর্ণফ্লাওয়ার ছড়িয়ে নিন। জুতোর ভেতর থেকে আর বাজে গন্ধ বেরোবেনা। 

Makka Atta | Corn Flour ( 2 KG )

কর্ণফ্লাওয়ার ছড়িয়ে বাড়ির জানলার কাঁচ পরিষ্কার করতে পারেন। নোংরা কাঁচে শুকনো কর্ণফ্লাওয়ার লাগিয়ে নিন। তারপর ভেজা কাপড় দিয়ে মুছে নিন। 

Nature's Bliss Natural Corn Flour/Corn Flower Powder/Corn Starch (400gm) :  Amazon.in: Grocery & Gourmet Foods


রোদে বেরোবার পর, অনেকেরই ত্বক জ্বালা করে। ত্বকের এই প্রদাহে কর্ণফ্লাওয়ার ও জলের প্রলেপ লাগালে, ত্বকের প্রদাহ খানিকটা কমে। 

Add 1