নিজস্ব সংবাদদাতাঃ সোমবার অর্থাৎ আজ রাতে জানা গিয়েছে, ২০২৪ সালের আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য ৪ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। সূত্রে খবর, মহারাষ্ট্রের পশ্চিম আকোলা থেকে লড়বেন সাজিদ খান মান্নান খান, কোলাবা থেকে লড়বেন হীরা দেবাসি, সোলাপুর সিটি সেন্ট্রাল থেকে প্রার্থী করা হয়েছে চেতান নারোতেকে এবং উত্তর কোলাপুর থেকে লড়বেন মধুরিমারাজে মালোজিরাজে ছত্রপতি। সূত্রে খবর, মধুরিমারাজে মালোজিরাজে ছত্রপতিকে রাজেশ ভরত লাটকারের পরিবর্তে প্রার্থী করা হয়েছে।