কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ-আত্মীয়দের গ্রেফতার! বিক্ষোভ কংগ্রেসের

প্রহ্লাদ যোশীকে নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল্ম,

নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর আত্মীয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর শুক্রবার বেঙ্গালুরুর গান্ধী ভবনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী যোশীকে বরখাস্ত এবং তাঁর পরিবারের সদস্যদের গ্রেফতারের দাবি তুলেছেন কংগ্রেস কর্মীরা।

কংগ্রেস বিক্ষোভকারীরা বলছেন, "দাবি উঠেছে, প্রহ্লাদ যোশীকে পদত্যাগ করতে হবে। এফআইআর দায়ের করা হয়েছে যে তাঁর পরিবারের সদস্যরা টিকিটের বিনিময়ে ২ কোটি টাকা চেয়েছিলেন। বিজেপি বরাবরই সিদ্দার্মাইয়া, কংগ্রেসের কথা বলে। এফআইআরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তারা দেশকে কী বার্তা দিচ্ছেন? তারা সিদ্দারামাইয়া এবং কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এখন কেন তাঁদের মুখ চেপে ধরা হল?" 

কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেন, "কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তারা গোপাল জোশীকে খুঁজছেন। গ্রেফতার হলে তার সম্পর্কে বিস্তারিত জানা যাবে। গোপাল জোশী এই মুহূর্তে পলাতক। তদন্ত শেষ হলেই জানা যাবে কারা জড়িত।" 

প্রহ্লাদ জোশীর ভাই গোপাল জোশী এবং বোন বিজয় লক্ষ্মী জোশী এবং গোপাল জোশীর ছেলে অজয় জোশীর বিরুদ্ধে প্রহ্লাদ জোশীর প্রভাব ব্যবহার করে সুনীতা চৌহানের স্বামী দেবানন্দ পুল সিং চৌহানকে বিজেপির টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

সুনীতা চৌহান প্রহ্লাদ জোশীর ভাই গোপাল জোশী, বোন বিজয়লক্ষ্মী এবং গোপাল জোশীর ছেলে অজয় জোশীর বিরুদ্ধে বাসবেশ্বর নগর থানায় অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ এফআইআর দায়ের করে পুলিশ।