শিক্ষার্থীদের জন্য অন্যায্য সুপ্রিম কোর্টের রায়!

নিট পরীক্ষায় সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ কার্তি পি চিদাম্বরম।

author-image
Shroddha Bhattacharyya
New Update
hmtr

নিজস্ব সংবাদদাতা: নিট পরীক্ষায় সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে, কংগ্রেস সাংসদ কার্তি পি চিদাম্বরম বলেছেন, "আমি সুপ্রিম কোর্টের থেকে সম্মানের সঙ্গে ভিন্ন হতে পছন্দ করি।

karti

এই পরীক্ষার অখণ্ডতা সম্পূর্ণভাবে চলে গেছে। ভর্তির ভিত্তিতে, ফলাফলের উপর ভিত্তি করে এই পরীক্ষা হওয়া উচিত।

karti chidambaram (1).jpg

 আমার মতে, শিক্ষার্থীদের জন্য এই বিষয় খুবই অন্যায্য হবে, কারণ আমরা এই পরীক্ষায় বড় ধরনের অসঙ্গতি শুনছি।"

Adddd