এর দায় এবং দায়িত্ব তো প্রধানমন্ত্রীকেই নিতে হবে

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, দিল্লি বিমানবন্দরের ছাদ ভেঙে যাবার ঘটনা সম্পর্কে মন্তব্য করলেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়।

author-image
Shroddha Bhattacharyya
New Update
GHNYJT

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, দিল্লি বিমানবন্দরের ছাদ ভেঙে যাবার ঘটনা সম্পর্কে কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় বলেছেন, "প্রচার করার সময় মাননীয় প্রধানমন্ত্রী তড়িঘড়ি করে উদ্বোধন করেছিলেন এই বিমানবন্দরটির। কাদেরকে বরাত দিয়েছিলেন, কত টাকায় এই বরাত দেওয়া হয়েছে, সবকিছুর তদন্ত করা উচিত। তবে কি ধরে নিতে হবে যে প্রচার-সর্বস্ব প্রধানমন্ত্রী প্রচারের তাড়নায় এই কাজটি তাড়াতাড়ি করে সম্পন্ন করেছিলেন?

w

এত হাই সিকিউরিটি জোনে যদি এরকম একটি নির্মাণ ভেঙে পড়ে তবে তো জানতে হবে কারা বরাত পেয়েছিল? কেন এতো প্রাইভেটাইজেশন? কী বিষয়?

modi29mo

তবে কি এর সঙ্গে ইলেকটোরাল বন্ডের কোনও বিষয় ছিল? অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। এই যে এই দুর্ঘটনাটা ঘটলো, এর জন্য তো আরও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারতো। এর দায় এবং দায়িত্ব তো প্রধানমন্ত্রীকেই নিতে হবে।"

 

Adddd