রাজ্য ভাগের ব্লুপ্রিন্ট তৈরি করছে বিজেপি

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বিতর্কিত বক্তব্যের বিষয় সম্পর্কে মন্তব্য করলেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রয়। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
gb3rq t4

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বিতর্কিত মন্তব্যের বিষয় সম্পর্কে, কংগ্রেস নেতা সৌম্য আইচ রয় বলেছেন, "ওনারা এই প্রসঙ্গে উন্নয়নের যুক্তি দিচ্ছেন। কিন্তু উন্নয়ন এবং রাজ্য ভাগ এক জিনিস নয়। ওনাদের উন্নয়ন করতে কে বাধা দিয়েছে?

publive-image

দশ বছর তো ওনাদের সরকারই ছিল। উত্তরবঙ্গে তো দীর্ঘদিন ধরে বিজেপিই রয়েছে। রাজ্য সরকার উত্তরবঙ্গকে বঞ্চনা করেছে, উন্নয়ন করেনি এটা ঠিক। কিন্তু এর জন্য রাজ্য ভাগ করতে হবে এবং রাজ্য ভাগের উস্কানি করতে হবে সেটা ঠিক নয়। বিজেপি এর মাধ্যমে রাজ্য ভাগের ব্লুপ্রিন্ট তৈরি করছে। নিশিকান্ত দুবে এক কথা বলছেন এবং সুকান্ত মজুমদারও এক কথা বলছেন। বিজেপির এটা হিডেন এজেন্ডা। ধর্মের ভিত্তিতে তারা দেশের রাজ্য ভাগ করতে চায়, এবার তাদেরকে বাংলাটাকেও ভাগ করার সুপ্ত বাসনা প্রকাশ্যে এসেছে। সেই ইচ্ছা কখনোই সফল হবে না।

Sukanta Majumdar | বিধানসভা জয়ের লক্ষ্য স্থির করে দিলেন সুকান্ত

বাংলার মানুষ সেটা মেনে নেবে না। আমরা দলবৎ নির্বিশেষে তার বিরোধিতা করবো।"

Adddd