রাজ্যে ৬ লক্ষ টাকা ঋণ, ভোট ম্যানেজমেন্ট-এর জন্যই অনুদান

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ৮৫ হাজার টাকা অনুদান দেবার বিষয় সম্পর্কে মন্তব্য করলেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রয়। 

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ৮৫ হাজার টাকা অনুদান দেবার বিষয় সম্পর্কে, কংগ্রেস নেতা সৌম্য আইচ রয় বলেছেন, "আমরা দুর্গাপুজোর বিরোধী নয়। এটা ভাবার কোনও কারণ নেই। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আমরা সবাই চাই দুর্গাপুজো হোক।

কলকাতা ফেরার পথে দুষ্কৃতী তাড়া, খুনের চেষ্টায় অভিযুক্ত তৃণমূল! বারুইপুর  থানায় অভিযোগ দায়ের কংগ্রেস নেতার | কংগ্রেস নেতা সৌম্য আইচ ...

কিন্তু যে রাজ্যে ৬ লক্ষ টাকা ঋণ, যে রাজ্যে রোজগারের হার তলানিতে, রাজ্য সরকারকে হলফনামা দিয়ে বলতে হচ্ছে, তারা পূর্ণপদ নিয়োগ করতে পারছে না, তার কারণ তাদের কাছে মাইনে দেবার টাকা নেই, যে সরকার ডিএ দিতে পারছে না, চাকরি দিতে পারছে না, সব জায়গায় কন্ট্রাক্চুয়াল বেসিসে চাকরি হচ্ছে, সেখানে এত ধার করে সুদ দিয়ে অনুদান দেবার বিষয়টা, রাজনৈতিক অভিসন্ধির প্রকাশ।

Didi Offers 'Outside Support' to India Bloc; Cong, CPI(M) Slam TMC Chief

 

 

 

Adddd