গণতন্ত্রে বাধা-মানুষের সমস্যা আলোচনা হচ্ছে না! সরকারের উপর ক্ষোভ কংগ্রেস নেতার

কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা পবন খেরা।

author-image
Aniruddha Chakraborty
New Update
Pawan-Khera-3

file pic

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন ইস্যুতে কংগ্রেস নেতা পবন খেরা বলেন, "আমি এটা বুঝতে পারছি না, দিল্লির মানুষ যে সমস্যার মুখোমুখি হচ্ছেন তা নিয়ে আমাদের সবার আলোচনা করা উচিত। সরকারসহ রাজনৈতিক দলগুলোরও এই বিষয়ে আলোচনা করা উচিত। খালি বা ভরা বাক্স নিয়ে কেউ ক্যামেরার সামনে বসে। কী ঘটছে এই শহরে? মানুষ কি এসব বিষয়ে আগ্রহী? রাহুল গান্ধী বাড়ি খালি করার সময় তিনি চাবিও হস্তান্তর করেছিলেন। বাসা খালি করলেই বাসার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়।" 

সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবকে জেপিএনআইসি-তে যেতে না দেওয়া প্রসঙ্গে পবন খেরা বলেন, "আমি বুঝতে পারছি না, গণতন্ত্রে কাউকে শ্রদ্ধা জানাতে দেওয়া হয় না। সেখানে নির্মাণ কাজ চলছে কিনা তা আপনি দিতে পারেন, কিন্তু এটা কী ধরনের গণতন্ত্র যে আপনি কাউকে সেখানে যেতে বাধা দিয়েছেন এবং বাসভবনের বাইরে ব্যারিকেড দিয়েছেন।"