বিতর্ক করার কী আছে?

২৫ জুন ১৯৭৫ সালের জরুরি অবস্থার স্মরণে সংবিধান হত্যা দিবস পালন করার প্রসঙ্গে মন্তব্য করলেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
p chidambaramm1.jpg

নিজস্ব সংবাদদাতা: ২৫ জুন ১৯৭৫ সালের জরুরি অবস্থার স্মরণে সংবিধান হত্যা দিবস পালন করার প্রসঙ্গে, কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলেছেন, "কেন বিজেপি ১৮ বা ১৭ শতকে ফিরে যাচ্ছে না? আজকের ৭৫% ভারতীয়রা ১৯৭৫ সালের পরে জন্মগ্রহণ করেছিল।

chidambaramm2.jpg

ইমার্জেন্সি একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং এটাকে ইন্দিরা গান্ধী মেনে নিয়েছিলেন। আমরা সংবিধানে নতুন আইন সংযোগ করেছি যাতে ভবিষ্যতে জরুরি অবস্থা খুব সহজে জারি না করা যায়।

chidambaramm1.jpg

৫০ বছর পরে জরুরি অবস্থার অধিকার এবং অন্যায় নিয়ে বিতর্ক করার কী আছে? বিজেপিকে অতীতের কথা ভুলে যেতে হবে। আমরা অতীত থেকে শিক্ষা নিয়েছি।"

Adddd