নিজস্ব সংবাদদাতা: বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশের বিষয়ে, কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি বলেছেন, "জনগণ যা জানতে চায় তা হল সাধারণ মানুষ কেন মুদ্রাস্ফীতির ভারে তলিয়ে যাচ্ছে।

মানুষ ১০০ দিনের কাজের (MNREGA) বাজেট জানতে চায়।

গ্রামীণ দুর্দশা গত ১০ বছরে ৩৩,০০০ কোটি থেকে বেড়ে প্রায় ৯০,০০০ কোটিতে পৌঁছেছে। তাই দেশে এমন কিছু বাস্তব সমস্যা রয়েছে যা মানুষকে বিরক্ত করছে। মানুষের অসন্তোষ এনডিএ-বিজেপির হারের কারণ হবে।"
/anm-bengali/media/post_attachments/11812bd6e92c920b85cc34eae91cd5a912fbf032028ce5511542252e580d8117.webp)