নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানা ও জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে কংগ্রেস নেতা হরিশ রাওয়াত বলেছেন, "জম্মু ও কাশ্মীরে কংগ্রেস-এনসি জোট এবং হরিয়ানায় কংগ্রেস পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে। জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি আমরা পূরণ করব। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত যাওয়ার পর মানুষের ধারণা বদলে গেছে। আর কংগ্রেসই পরিবর্তনের একমাত্র বিকল্প। আমরা হরিয়ানায় ৬৫-৭০টি আসন জিতব।"
প্রসঙ্গত, মুখ্য নির্বাচনী আধিকারিক পঙ্কজ আগরওয়াল জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হবে।
আগরওয়াল ঘোষণা করেছিলেন যে ৯০ টি বিধানসভা কেন্দ্রের জন্য রাজ্যের ২২ টি জেলা জুড়ে ৯৩ টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। আগরওয়ালকে উদ্ধৃত করে ভারতীয় নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, বাদশাহপুর, গুরুগ্রাম এবং পতৌদির প্রত্যেকটিতে দুটি করে গণনা কেন্দ্র থাকবে এবং বাকি ৮৭টি আসনে একটি করে গণনা কেন্দ্র থাকবে। সুষ্ঠুভাবে গণনা প্রক্রিয়া নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশন ৯০ জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করেছে।
আগরওয়ালকে উদ্ধৃত করে সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "৯৩টি গণনা কেন্দ্রে মোট ৩০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।"