ভোটগ্রহণের মাঝে বড় ঘোষণা-৭৫টি আসন জয় কংগ্রেসের! বিজেপির হার-জানিয়ে দিলেন নেতা

রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয় নিয়ে আশাবাদী কংগ্রেস নেতা অশোক তানওয়ার।

author-image
Aniruddha Chakraborty
New Update
ক্লম্ন

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার অর্থাৎ আজ হরিয়ানা বিধানসভা নির্বাচন ২০২৪-এ হরিয়ানার সিরসায় একটি বুথে ভোট দিলেন কংগ্রেস নেতা অশোক তানওয়ার।

ভোট দেওয়ার পর কংগ্রেস নেতা অশোক তানওয়ার বলেন, "কংগ্রেস ন্যূনতম ৭৫টি আসন পাবে। পরিবর্তনের পরিবেশ রয়েছে এবং কংগ্রেস অবশ্যই দুর্দান্ত সাফল্য পাবে। কংগ্রেস সব অংশের সঙ্গে রয়েছে এবং এই জনাদেশ তাদের বিরুদ্ধে যারা গত ১০ বছরে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি।" 

ল্ম

প্রসঙ্গত, হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ আজ। ৯০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১০৩১ জন প্রার্থী। মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির পাশাপাশি, কংগ্রেসের ভূপেন্দ্র হুডা, জেজেপি-র দুষ্যন্ত চৌতালা প্রমুখ রয়েছেন সেই প্রার্থীদের তালিকায়।

রাজ্যের মোট ২,০৩,৫৪,৩৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটের জন্য রাজ্যে ২০ হাজার ৬৩২টি পোলিং বুথ তৈরি করা হয়েছে।