নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের আমেঠিতে এক নির্বাচনী জনসভায় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গাঁধী বঢরা বলেছেন, "বিজেপি মনে করছে যে আপনাদের কাছ থেকে ভোট পাওয়ার জন্য তাদের কোনও কাজ করার দরকার নেই। তারা নির্বাচনের সময় আসবে এবং আপনাদেরকে বলবে যে, ধর্ম সংকটে রয়েছে।
![priyanka gandhiyy2.jpg](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/media_files/d2AGNq9k7DgHwohDS9rL.jpg)
তারা তখন আপনাদেরকে ধর্মের নামে শপথ নিতে বলে বিজেপিকে ভোট দিতে বলবে। কারণ তারা জনগণের জন্য কোনও কাজ করেনি।
![priyanka gandhiyy1.jpg](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/media_files/gGroosG4Cu6HzOZteUne.jpg)
যে রাস্তাগুলো তৈরি করা হয়েছে তার ভিত্তিতে কর্মসংস্থানের কথা বলতে পারবেননা প্রধানমন্ত্রী। অতএব, আপনাদের মনোযোগ অন্যত্র করার জন্য অপ্রয়োজনীয় বিষয়েই তারা কথা বলবে।"
![Add 1](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/post_attachments/62e51d699c0af50e9af8ddb44aa416563ac955153bf5a9f271bde0c3327c7f43.webp)