কংগ্রেস-আপ সম্পর্কের কথা খোলসা করে দিলেন শাহ

ইন্ডিয়া জোট নিয়ে এমনিই কটাক্ষ করছে এনডিএ শিবির। এবার দিল্লির বিল পাশ করার সময়ও সেই বিষয়টিকে তুলে আনলেন অমিত শাহ।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
ezgif.com-gif-maker (68) (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটোরি বিল এদিন পাশ করলেন রাজ্যসভায়। তাঁর আগে বিরোধীদের উদ্দেশ্যে রাখলেন একাধিক অভিযোগ। আর সেখানেই উঠে এল কংগ্রেস-আপ সম্পর্কের কথা।

তিনি এদিন জবাবী ভাষণ দেওয়ার সময় বলেন, “কংগ্রেসের বিরোধিতা করেই আপের জন্ম। আপ কংগ্রেসের বিরুদ্ধে প্রায় একাধিক আক্রমণাত্মক শব্দ ব্যবহার করেছে এবং তারপর তারা অস্তিত্বে ফিরেছে। আজ তারা এই বিলের বিরোধিতা করতে কংগ্রেসের সমর্থন চাইছে। এই বিলটি যে মুহূর্তে পাশ হবে, অরবিন্দ কেজরিওয়াল জি পালত যায়েঙ্গে, থেঙ্গা দিখায়ঙ্গে অর কুছ না হোন ওয়ালা”।