নিজস্ব সংবাদদাতা: সপ্তম দফা তথা শেষ দফা। চমক দেখা যাচ্ছে সকাল থেকেই। আর এরই মধ্যে অভিযোগের কার্যত মেলা দেখছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র তিন ঘন্টায় অভিযোগের ঢালি নিয়ে বসেছে কমিশন। কার্যত, আজই যে ভোট শেষ হচ্ছে, তা যেন হারে হারে বুঝছেন কমিশনের আধিকারিকরা।
সপ্তম দফায় সর্বাধিক অভিযোগ জমা পড়ল নির্বাচন কমিশনে। মোট ৭১৫ টি অভিযোগ জমা পড়ল সকাল সাড়ে ৯ টায়। যার মধ্যে সিপিআইএম ৪৬টা, বিজেপি ২৫টা এবং কংগ্রেস ৬টি অভিযোগ জমা দিয়েছে। NGRS-এ ৫১৬ টা, C VIGIL-এ ৯৫ টা এবং CMS-এ ১০৪টে অভিযোগ জমা পড়েছে।
সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ডায়মন্ড হারবার, যাদবপুর, মথুরাপুর এবং জয়নগর থেকে। এই ৪ কেন্দ্র থেকে মোট ২৪৭ টি অভিযোগ জমা পড়েছে। এছাড়া, বসিরহাট, দমদম এবং বারাসাত থেকে অভিযোগ জমা পড়েছে ২৩৫ টি। কার্যত এতো অভিযোগ দেখে মাথায় চিন্তার ভাঁজ পড়েছে কমিশনের।