শীত আর নেই, এবার গরমই গরম!

বৃষ্টি হলেও যে তাপমাত্রা ফের একবার নামবে এমনটা একেবারেই নয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
  weather update of medinipur district

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ঠান্ডার অনুভূতি কম, কিন্তু রয়েছে মেঘ ও কুয়াশার দাপট। আজ সারাদিন রৌদ্রজ্জ্বল আবহাওয়ার পাশাপাশি থাকবে মেঘের দাপট। থাকবে অস্বস্তিজনক গরমও। কেননা ফের একবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী কয়েকদিন এর প্রভাব থাকবে বঙ্গে বলে জানা যাচ্ছে। তবে বৃষ্টি হলেও যে তাপমাত্রা ফের একবার নামবে এমনটা একেবারেই নয়।

আজ হাওড়ার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮১ শতাংশ। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও খানিকটা বাড়বে বলেই জানা যাচ্ছে।

v

স্ব

স

স