নিজস্ব সংবাদদাতা: মানুষ যত উন্নত হচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্লাস্টিকের ব্যবহার। প্লাস্টিক যেহেতু মাটির সঙ্গে মিশে যায় না, তাই অনেক সময় সেই প্লাস্টিকই অনেক পশু-প্রাণীর প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়।
এমন একটি ঘটনা ঘটেছে ভুবনেশ্বরের একটি জঙ্গলে। সম্প্রতি ফেলে দেওয়া কাশির সিরাপের বোতল খেয়ে ফেলে এক কেউটে সাপ। এরপরই শ্বাসকষ্ট শুরু হয় সেই সাপের। বন্যপ্রাণী স্বেচ্ছাসেবকদের সেই দৃশ্য নজরে আসতেই তড়িঘড়ি করে সাপটিকে উদ্ধার করে তারা।
পরবর্তীকালে উদ্ধারকারী দল সর্তকতার সঙ্গে সাপের গলা থেকে বোতলটিকে বার করে সাপটিকে বনের মধ্যে ছেড়ে দেয়।