রাজ্যের বন্যা পরিস্থিতি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী চিঠি পাঠালেন মোদিকে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন তিনি।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
mamata modi.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরির জন্য ইতিমধ্যেই ডিভিসিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন তিনি। চার পাতার চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সেই চিঠিতে ডিভিসিকে নিয়ে অভিযোগও করেছেন মুখ্যমন্ত্রী। 

গত কয়েকদিনে রাজ্যের বন্যা দুর্গত এলাকায় পরিদর্শনে গেছেন মুখ্যমন্ত্রী। এলাকার অবস্থা দেখে তাঁর স্পষ্ট অভিযোগ, এটা ‘ম্যান মেড বন্যা’, ইচ্ছাকৃতভাবে বাংলাকে ডোবানো হচ্ছে। এক্ষেত্রে মমতার নিশানায় রয়েছে ডিভিসি। বৃহস্পতিবার পাঁশকুড়ায় গিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছিলেন, আগামী দিনে তিনি ডিভিসির সঙ্গে সম্পর্ক রাখবেন কিনা ভাববেন! কেন্দ্রীয় সরকারও যে এই পরিস্থিতিতে কোনও পদক্ষেপ নিচ্ছে না, সেই অভিযোগও ছিল তাঁর। সব মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়া চিঠিতে ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 

চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, ২০০৯ সালের পর এবছর সব থেকে খারাপ বন্যা পরিস্থিতির মুখে পড়েছে রাজ্য। আর এর জন্য দায়ী ডিভিসি। মমতার দাবি, ইতিমধ্যে ৫ লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে তারা। এর জন্য দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত। তিনি এও জানিয়েছেন, এটিকে ‘ম্যান মেড বন্যা’ বলতে তিনি বাধ্য হচ্ছেন। কারণ ডিভিসির সঙ্গে কথা বলেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ তাঁর। চিঠিতে তিনি দাবি করছেন, অপরিকল্পিত ভাবে জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের বর্তমানে ১০০০ বর্গ কিলোমিটারের বেশি এলাকা বন্যা কবলিত। ৫০ লক্ষ মানুষ বিপর্যস্ত। গত ১৬ সেপ্টেম্বর থেকে ডিভিসি কতটা জল ছেড়েছে, সেই হিসেবও চিঠিতে দিয়েছেন মুখ্যমন্ত্রী।   

WhatsApp Image 2024-09-20 at 13.15.41

Adddd