নিজস্ব সংবাদদাতা: শেষমেশ বোমাটা ফাটিয়েই দিলেন মুখ্যমন্ত্রী! গতকালই চেন্নাইয়ে অল ইন্ডিয়া ফেডারেশন ফর সোশ্যাল জাস্টিসের দ্বিতীয় সম্মেলন হয়ে গেছে। আর সেই সম্মেলনেই যোগ দিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সেখানেই বিজেপিকে নিশানা করেন স্ট্যালিন।
তিনি বলেন, “আমরা সকলেই সামাজিক ন্যায়বিচার বজায় রাখার জন্য ক্রমাগত লড়াই করছি কিন্তু বিজেপি এতে অনেক বাধা সৃষ্টি করে চলেছে। বিজেপি চায় না দরিদ্র, অনগ্রসর শ্রেণীর মানুষের উন্নতি হোক। যখন ডিএমকে সরকার গঠন করে তখন আমরা সামাজিক ন্যায়বিচার পর্যবেক্ষণ কমিটি গঠন করেছিলাম। যা সামাজিক ন্যায়বিচার সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবে। একইভাবে, সমস্ত রাজ্যেরই উচিত একটি সামাজিক ন্যায়বিচার মনিটর কমিটি গঠন করা, তাহলে সব রাজ্যই তাঁদের সামাজিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবে”।