মহাদেবের পুজো বিতর্ক, ঢাল হলেন পুরোহিত

মুখ্যমন্ত্রীর পুজো বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং প্রধান পুরোহিত। বিজেপির আনা অভিযোগের ব্যাখ্যা দিলেন তিনি।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
2018-07-07.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: রবিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। যা নিয়ে নতুন করে বিতর্কে জরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিওটি নিজের টুইটার হ্যান্ডেল পেজ থেকে টুইট করেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। আর সেই ভিডিও নিয়েই নতুন করে তোলপাড় রাজ্য-রাজনীতি।

এবার সুকান্ত মজুমদারের সেই ভাইরাল ভিডিও-র উত্তর দিল তৃণমূল-কংগ্রেস। পালটা টুইটে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, “মাননীয়া চেয়ারপার্সন, দাঁড়িয়ে আচার-অনুষ্ঠান সম্পদান করছেন। অসহ্য যন্ত্রণা সহ্য করে তিনি পুজো দিচ্ছেন। অথচ অপপ্রচারকারীরা, যারা তাদের বিভেদমূলক এবং মেরুকরণের আখ্যান নিয়ে ব্যস্ত, তারা তা নিয়েও বিতর্কিত মন্তব্য করছেন”।

এর সাথেই তৃণমূলের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে নকুলেশ্বর ভৈরব মন্দিরের প্রধান পুরোহিত বলেছেন যে, ‘দাঁড়িয়ে থাকা ভঙ্গিতে আচার-অনুষ্ঠান করা অস্বাভাবিক কিছু নয়, বিশেষ করে যখন শিবলিঙ্গগুলি গভীরে অবস্থিত’। তাঁর কথায়, “তারা মুখ্যমন্ত্রীকে চেয়ারে বসার অনুরোধ করেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীই বলেছিলেন মহাদেবের সামনে তিনি চেয়ারে বসবেন না। তাই দাঁড়িয়েই তিনি পুজো দেন”।

 

তৃণমূল দাবি করেছে, প্রধান পুরোহিতের এহেন মন্তব্য, কোনও বিতর্কের জন্ম নেওয়ার আগেই তা নশ্যাৎ করেছে। বিজেপির চক্রান্তকে ধূলিস্যাৎ করেছে।

প্রসঙ্গত, ওই ভিডিওটিতে দেখা যায়, ওই দিন মন্দিরে প্রবেশ করেই মুখ্যমন্ত্রী পুরোহিতদের বলেন, ‘আমার পায়ে ব্যাথা আছে। আমি দাঁড়িয়ে পুজো করি?’ তখন মন্দিরে উপস্থিত পুরোহিতরা তাঁকে চেয়ার নিতে বললেও তিনি দাঁড়িয়েই পুজো করার ইচ্ছা প্রকাশ করেন। দাঁড়িয়ে পুজো করার কারণে, অনেকটা ওপর থেকেই সেই ফুল, বেল পাতা, দুধ ঢালেন শিবলিঙ্গে। এই ইস্যুকেই হাতিয়ার করে বিজেপি। আর আজ তারই পালটা জবাব দিল তৃণমূল-কংগ্রেস।