নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবলীলা পেরিয়েছে গত ২ দিন হল। তবে সোমবারের পর থেকে ধীরে ধীরে পরিষ্কার হয় বিধ্বস্তের ছবিটা। কোথাও নোনা জল ঢুকে চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে, তো কোথাও নদী বাঁধ ভেঙে ভেসে গিয়েছে সব কিছু। প্রাণও হারিয়েছেন ৯ জন। তাই এবার সেই ধ্বংসের ছবি স্বচোক্ষে দেখতে বেরলেন মুখ্যমন্ত্রী। আজ হেলিকপ্টারে করে সেই সব বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এই মুহুর্তে যতটা সম্ভব ততোটা সরকারের পক্ষ থেকে নির্বাচনী আচরণ বিধি মেনে সাহায্য করবেন। তারপর ভোট মিটলেই দুর্গতদের পাশে দাঁড়াবেন তিনি। এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।