‘টাকা নিয়ে রাজনীতি করছে বিজেপি’: মমতা

আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রে রাজনীতির প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভা অধিবেশনে জবাবী ভাষণ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানেই তুলে ধরলেন আবাস যোজনা প্রকল্পের বিষয়টি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mamata-banerjee-p.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আজ বিধানসভায় মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব করছে তৃণমূল। তার পালটা বাংলায় নারী নির্যাতন নিয়ে নিন্দা প্রস্তাব আনতে চায় বিজেপি। এমন অবস্থাতেই আজ শুরু হয়েছে বিধানসভা অধিবেশন। প্রথমেই জবাবী ভাষণ পাঠ করছেন মুখ্যমন্ত্রী। আর সেই জবাবী ভাষণে উঠে এল আবাস যোজনা প্রসঙ্গ।

ফের একবার আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রে রাজনীতির প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “বাংলার বাড়ির টাকা নিয়ে রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার। আবাস যোজনার টাকা এখনও গ্রাম বাংলার মানুষরা পাননি। নিরীহ মানুষ গুলোকে নিয়েই চলছে রাজনীতি”।