ফের অগ্নিগর্ভ বাংলাদেশ! শিক্ষার্থী-আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষ-আহত বহু

ফের অগ্নিগর্ভ হয়ে উঠল বাংলাদেশ।

author-image
Aniruddha Chakraborty
New Update
lm,

file pic

নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশের রাজধানী ঢাকায় রবিবার রাতে সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও আনসার সদস্যদের মধ্যে সহিংস সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। রাত ৯টার পর সংঘর্ষ শুরু হয়, উভয় পক্ষ ধারাবাহিক ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে জড়িয়ে পড়ে। অশান্তির সময় পুলিশ শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টায় হস্তক্ষেপ করে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রাবাসের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে আনসার সদস্যদের মোকাবেলায় সচিবালয়ের দিকে যেতে থাকেন।

চট্টগ্রাম সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ অন্যান্যদের নিয়ে সচিবালয়ে একদল আনসার সদস্যকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেল।

কন্ম

আন্দোলনরত আনসার সদস্যদের দাবি মেনে নেওয়ার পরও সচিবালয় অব্যাহত অবরোধের জন্য আনসারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হককে দায়ী করেছেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমবেত হওয়ার আহ্বান জানান। আমিনুল হক সাবেক পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের বড় ভাই।

হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে লিখেছেন, 'সবাই রাজুর কাছে আসুন। স্বৈরাচারী শক্তি আনসার বাহিনীর মাধ্যমে পিছু হটার চেষ্টা করছে। তাদের দাবি পূরণ হওয়ার পরও আমাদের সচিবালয়ে আটকে রাখা হয়েছে।'