নিরাপত্তার দায়িত্বে এবার চিনার ওয়ারিয়র্স

গতবছরের দুর্ঘটনার কথা সবার মনের গভীরে বসে রয়েছে। মেঘভাঙা বৃষ্টিতে বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন গতবছর। তাই এবার নিরাপত্তা জোরদারে ময়দানে নামছে চিনার ওয়ারিয়র্স।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
F0KZPYAaQAAooSh

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: শুরু হয়েছে অমরনাথ যাত্রা। নিরাপত্তার চাদরে মোড়া এই তীর্থ যাত্রা। অমরনাথ যাত্রার সমগ্র পথ জুড়েই রয়েছে সেনা বাহিনীর নিরাপত্তা বলয়। মূলত, তীর্থযাত্রীদের যাতে কোনও রকম কোনও সমস্যা না হয়, সেই বিষয়টা দেখতেই এই ব্যবস্থা।

কেননা গতবছরের দুর্ঘটনার কথা সবার মনের গভীরে বসে রয়েছে। মেঘভাঙা বৃষ্টিতে বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন গতবছর। যার জন্যে মাঝপথেই স্থগিত হয়ে যায় যাত্রা। তাই এবার একটু বাড়তি সতর্কতাই রয়েছে এই তীর্থযাত্রাকে ঘিরে।

এবারে সেই দায়িত্ব পালন করবে চিনার ওয়ারিয়র্স। চিনার কর্পস ও ভারতীয় সেনাবাহিনী একত্রে মিলে অমরনাথ যাওয়ার সমস্ত পথটিতে বিশেষ সুরক্ষার ব্যবস্থা রাখছে। প্রস্তুত থাকছে চিনার ওয়ারিয়র্সের স্কি পেট্রোলিং। যারা মূলত তুষারধস থেকে আক্রান্ত মানুষদের রক্ষা করতে পারে নিজেদের টেকনিকের সাহায্যে। এবার তারাও যুক্ত হল এই অমরনাথ যাত্রার নিরাপত্তা বলয়ে।