চলছে যুদ্ধের পরিস্থিতি, প্রেসিডেন্ট উড়ে গেলেন চীনে

অনেকে মনে করছেন এই যুদ্ধের অশনি সংকেত তৃতীয় বিশ্বযুদ্ধের একটি ট্রেলার মাত্র।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-crop (10).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: গোটা বিশ্বজুড়েই এখন বেশ ভয়াবহ পরিস্থিতি। ইসরায়েল-হামাসের যুদ্ধ যে শুধু সেখানেই সীমাবদ্ধ তা নয়। যুদ্ধের প্রভাব পড়ছে মধ্যপ্রাচ্যে। আর এখানেই বিপদের আশঙ্কা করছে তাবড় তাবড় শক্তিশালী দেশগুলি। অনেকে এমন মনে করছেন এই অশনি সংকেত তৃতীয় বিশ্বযুদ্ধের এক ট্রেলার। স্বাভাবিক ভাবেই ইসরায়েল-হামাসের এই লড়াই দ্রুত না থামলে বিপদ বাড়বে বই কমবে না।

এমন অবস্থায় আরও একটু ভয় বাড়ালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রয়টার্স সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সাতসকালে চীনের বেইজিং বিমানবন্দরে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সাথে বৈঠক রয়েছে তাঁর। মনে করা হচ্ছে, বৈঠকে অবশ্যই ইসরায়েল-হামাস যুদ্ধ প্রসঙ্গ উঠবে। আর এই বিষয়টিই এবার চিন্তা বাড়াচ্ছে নতুন করে।

hiren