নিজস্ব সংবাদদাতাঃ চিলির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ৯৯ জন নিহত ও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক।
বেশ কয়েকদিন আগে শুরু হওয়া দাবানল পর্যটকদের কাছে জনপ্রিয় দুটি উপকূলীয় শহর ভিনা দেল মার এবং ভালপারাইসোর বাইরের প্রান্তকে ভয়ঙ্কর করে তুলছে। রাজধানী সান্তিয়াগোর পশ্চিমে দশ লাখেরও বেশি বাসিন্দার শহরাঞ্চল রয়েছে।
সূত্রে খবর, পুরো এলাকা পুড়ে গেছে, যেখানে ঢেউটিনের লোহার ছাদ ধসে পড়েছে সেখানকার বাসিন্দারা পুড়ে যাওয়া বাড়িগুলোর মধ্যে ছটফট করছেন। রাস্তায় রাস্তায় গাড়ি পড়ে আছে।