নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ ঝাড়গ্রাম এর স্থায়ী হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করে। মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে নেমে হেলিপ্যাডের সাইডে থাকা এলাকাবাসীর সাথে তিনি কথাবার্তা বলেন ওদের অভাব অভিযোগের কথা শোনেন। ঝাড়গ্রামের রাস্তা সম্প্রসারণ করার জন্য কিছু ফুটপাতের দোকান ভেঙ্গে রাস্তা চওড়া করা হয়। সেই দোকানদাররা মুখ্যমন্ত্রী কাছে তাদের দোকান ভেঙ্গে দেওয়ার কথা জানালে মুখ্যমন্ত্রী তাদেরকে কিছু ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান। তারপরে গাড়িতে চড়ে ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরেন্স কমপ্লেক্স চলে যান।