নিজস্ব সংবাদদাতাঃ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা দেশেই আজকের এই দিনটি পালন করা হয়ে থাকে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের মাটিতে আজকের দিনেই শহিদ হয়েছিলেন ৫ জন মাতৃভাষাপ্রেমী। তাদেরকে স্মরণ করেই এই দিনটির বিশেষ গুরুত্ব আছে দেশ জুড়ে।
এই আবহেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা আজ আগরতলার টাউন হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।