নিজস্ব সংবাদদাতা: বিজাপুরে পুলিশ ও নকশালদের মধ্যে সংঘর্ষের বিষয়ে, ছত্তিশগড় কংগ্রেসের সভাপতি দীপক বাইজ বলেছেন, "বিজেপির শাসনকালে বস্তার এলাকায় নকশাল হামলা বেড়েছে।
বস্তারে আবার অস্থিরতার সৃষ্টি হয়েছে। উপজাতীয় সম্প্রদায়গুলিকে লক্ষ্যবস্তু করা হলে কংগ্রেস পার্টি বিরোধিতা করবে।"