অত্যন্ত দুঃখজনক

কিকিরদা গ্রামে কূপ দুর্ঘটনায় মৃত পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
 nm,bnm,

নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই তার সমাজমাধ্যমে পোস্ট করেছেন, "জাঞ্জগিরের কিকিরদা গ্রামে একটি কূপ দুর্ঘটনায় ৫ জন গ্রামবাসীর মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক।

HJKL;

আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন মৃতদের আত্মা শান্তি পায় এবং ঈশ্বর যেন শোকাহত পরিবারগুলিকে এই অপার দুঃখ সহ্য করার শক্তি দেন।"

vishnu deo saiqw1.jpg

 

Adddd