নিজস্ব সংবাদদাতাঃ শুরু হয়ে গিয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব। আজ দ্বিতীয়া। ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় পড়ছে ঠাকুর দেখার। কেউ কেউ আবার শেষ মুহূর্তের শপিং করছেন। পুজোর মুখে আপনার যদি গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজ রয়েছে বড় খবর। জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ আজ আবার বাড়ল সোনার দাম। তবে রুপোর দাম একই রয়েছে। একনজরে দেখে নিন আজকের সোনা-রুপোর দরঃ-
২২ ক্যারেটের সোনার দাম-
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭১১০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭১ হাজার ১০০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭ লক্ষ ১১ হাজার টাকা। একদিনে ১ হাজার টাকা বেড়েছে সোনার দাম।
২৪ ক্যারেটের সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৭৫৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৭ হাজার ৫৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৭৫ হাজার ৬০০ টাকা। একদিনে ১১০০ টাকা দাম বেড়েছে সোনার।
১৮ ক্যারেটের সোনার দাম-
আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮১৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮ হাজার ১৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৮১ হাজার ৭০০ টাকা। একদিনে ৮০০ টাকা দাম বেড়েছে সোনার।
রুপোর দাম-
সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯৫০০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৯৫ হাজার টাকা।