নিজস্ব সংবাদদাতাঃ বেশ কিছুদিন ধরেই ChatGPT বা AI প্রযুক্তির বাজার দখল করে বসে আছে। এবার এক নয়া ফিচার সামনে আসায় শোরগোল পরে গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে, নয়া ফিচার আনা হয়েছে এতে। যার নাম 'মেমরি'। এটি ইউজারদের সঙ্গে হওয়া কথোপকথন, তাঁদের পছন্দ-অপছন্দ প্রভৃতি যা কিছু তাঁরা শেয়ার করবেন সবই জমা থাকবে চ্যাটজিপিটিক স্মৃতিকক্ষে। যা মাথায় রেখে ইউজারদের নির্দেশ মেনে চলতে পারবে ওই চ্যাটবট।
তবে এই নয়া ফিচার নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। এভাবে ইউজারদের ব্যক্তিগত সব তথ্য চ্যাটজিপিটির কাছে থাকার মধ্যে স্বচ্ছতার অভাব রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)