নিজস্ব সংবাদদাতা: চন্দ্রযান-৩ আরও কাছে পৌঁছে গেল চাঁদের। ফের টুইট করে সেই খবর জানালো ইসরো। একটি ছবি দিয়ে সেই কথা জানিয়েছেন তারা। বিক্রম ল্যান্ডার সেই বার্তা পাঠিয়েছে ইসরোকে।
যা জানা যাচ্ছে, দেড়শো কিলোমিটার প্রদক্ষিণ করে আরও কাছাকাছি পৌঁছে গিয়েছে চন্দ্রযান ৩। এখন চাঁদের মাটি থেকে তাঁর দূরত্ব ১৭৭ কিলোমিটার। ইসরো জানিয়েছে, এর পরের আপডেটটি পাওয়া যাবে আগামী ১৬ অগস্ট।
এদিকে সূর্য সম্পর্কে তথ্য নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে PSLV-C57 আদিত্য-L1। এই খবরটি প্রকাশ্যে এনেছে ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার (ইউআরএসসি), বেঙ্গালুরু।