অক্ষয় তৃতীয়ায় সূচনা হল চন্দন যাত্রার

রীতি অনুযায়ী, ৪২ দিন ধরে চলবে জগন্নাথ দেবের মাথায় চন্দন লেপন।তারপর হবে স্নানযাত্রা। এক কথায় বলতে গেলে, রথযাত্রার শুভারম্ভ হল অক্ষয় তৃতীয়া।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
jagannath

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : অক্ষয় তৃতীয়ার পূণ্য লগ্নে পুরীতে রথযাত্রার রথ তৈরির কাজ শুরু হয়। পাশাপাশি হুগলির মাহেশে সূচনা হয় চন্দন যাত্রা। সেই মতোই উৎসবের মেজাজ মাহেশে। রীতি অনুযায়ী, ৪২ দিন ধরে চলবে জগন্নাথ দেবের মাথায় চন্দন লেপন।তারপর হবে স্নানযাত্রা। এক কথায় বলতে গেলে, রথযাত্রার শুভারম্ভ হল অক্ষয় তৃতীয়া।